গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, লক্ষ্মীপুর
ফারুক প্লাজা-২, ফায়ার সার্ভিসের সামনে, লক্ষ্মীপুর
তারিখ ১৯ ফাল্গুন, ১৪২৫ বঃ
০৪ মার্চ, ২০১৯ খ্রিঃ
ঊ-সধরষ:ষধীসরঢ়ঁৎাধঃ@মসধরষ.পড়স
নথি নং- ১ম/জেন:/০১(১)/মোটরযান/১৩/৮১
নিলাম বিজ্ঞপ্তি
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ, লক্ষ্মীপুর এর নি¤েœ বর্ণিত অকেজো ঘোষিত ০১ (এক) টি গাড়ি বিক্রয়ের নিমিত্তে আগ্রহী ব্যক্তি/ প্রতিষ্ঠানের নিকট হতে দরপত্র আহ্বান করা যাচ্ছে।
ক্রঃ নং গাড়ির রেজিঃ নম্বর গাড়ির বিবরণ গাড়ির মওজুদ স্থান সিডিউলের মূল্য (অফেরতযোগ্য) দরপত্র জামানত
১
চট্ট-মেট্টো-ঘ-০২-০৩৮৩ রকি জীপ
ইঞ্জিন নং- ৪ণ-০৩৯১৬৮১, চেসিস নং-ঔউঅ০০০ঋ৯৮০০০০০৫১৪, তৈরির সন- ১৯৯৪ যেখানে যে অবস্থায় আছে। প্রতি সেটের মূল্য ৫০০/- (পাঁচশত) টাকা প্রস্তাবিত মূল্যের ১০% (দশ শতাংশ)
২. শর্তাবলীঃ
(১) দরপত্র যোগ্যতা ঃ দরপত্র তফসিলে বর্ণিত শর্তাদি পরিপালন।
(২) দরপত্র সিডিউল প্রাপ্তির স্থান ঃ বিভাগীয় কর্মকর্তার কার্যালয়, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগ, লক্ষ্মীপুর।
(৩) দরপত্র সিডিউল বিক্রির তারিখ ঃ ১৮/০৩/২০১৯ তারিখ পর্যন্ত (অফিস চলাকালীন)
(৪) দরপত্র দাখিলের শেষ তারিখ ও সময় ঃ ১৯/০৩/২০১৯ তারিখ বেলা- ২.০০ ঘটিকা।
(৫) দরপত্র খোলার স্থান, তারিখ ও সময় ঃ বিভাগীয় দপ্তর, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগ, লক্ষ্মীপুর। ১৯/০৩/২০১৯ তারিখ, বেলা- ৩.০০ ঘটিকা।
(৬) দরদাতাগণ দরপ্রস্তাব দাখিলের পূর্বে বর্ণিত গাড়িটি চৎব-রহংঢ়বপঃরড়হ করতে পারবেন।
(৭) যেকোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরপত্র গ্রহণ ও বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
(৮) দরপত্র তফসিলসহ বিস্তারিত তথ্য এ দপ্তরের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
(মোঃ ফখরউদ্দীন)
সহকারী কমিশনার(চঃদাঃ) ও বিভাগীয় কর্মকর্তা
ফোন ঃ ০৩৮১-৬২০৪৭।