Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

কী সেবা কীভাবে পাবেন

(১) মূল্য সংযোজন কর নিবন্ধন গ্রহণ: মূল্য সংযোজন কর নিবন্ধন গ্রহণের জন্য মূসক-৬ ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তরে আবেদন করতে হবে।

(২) নিবন্ধন সংক্রান্ত তথ্যের/পরিস্থিতির পরিবর্তন: নিবন্ধন সংক্রান্ত তথ্যের/পরিস্থিতির পরিবর্তনের জন্য মূসক-৯ ফরমের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট্ সার্কেলে আবেদন করতে হবে।

(৩) মূল্য ঘোষণা প্রদান: মূসক আরোপযোগ্য পণ্য/সেবার মূসক আরোপযোগ্য মূল্যভিত্তি নির্ধারণের জন্য মূসক-১ ফরমে সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তরে আবেদন করতে হবে।

(৪) ট্রেজারী চালানের মাধ্যমে রাজস্ব জমা প্রদান: ট্রেজারী চালানের মাধ্যমে রাজস্ব জমা প্রদান করে সংশ্লিষ্ট রাজস্ব এলাকা কর্মকর্তার নিকট জমা প্রদান।

  এছাড়া আরো সুবিধা পাবেন---

শুল্ক, আবগারী ও মূল্য সংযোজন কর আহরণ।

শুল্ক, আবগারী ও মূল্য সংযোজন কর আহরন সম্পর্কিত দিক-নির্দেশনা।

মূল্য সংযোজন কর নির্ণয়ে মূল্যভিত্তি অনুমোদন।

কর ফাঁকি রোধে এবং চোরাচালান প্রতিরোধের লক্ষে নিবারক কার্যক্রম পরিচালনা।

সম্মানিত করদাতাদের কর সংক্রান্ত বিষয়াদি জ্ঞাত করণার্থে প্রশিক্ষন দান।