গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা
এবং
বিভাগীয় কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, লক্ষ্মীপুর এর মধ্যে স্বাক্ষরিত
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA)
জুলাই ১, ২০১৮ - জুন ৩০, ২০১৯
সূচীপত্র
ক্রমিক নম্বর |
বিবরণ |
|
01 |
লক্ষ্মীপুর বিভাগের কর্মসম্পাদনের সার্বিক চিত্র |
03 |
02 |
প্রস্তাবনা |
04 |
03 |
সেকশন ১: লক্ষ্মীপুর বিভাগের রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission) কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলি (Outcome/Impact) |
05 |
04 |
সেকশন ২: জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন কার্যক্রমের চূড়ান্ত ফলাফল/প্রভাব (Outcome/Impact) |
09 |
05 |
সেকশন ৩: কৌশলগত উদ্দেশ্য, অগ্রাধিকার, কার্যক্রম, কর্মসম্পাদন সূচক এবং লক্ষ্যমাত্রা সমূহ (Outcome/Impact) |
10 |
06 |
সংযোজনী ১: শব্দসংক্ষেপ (Acronyms) |
16 |
07 |
সংযোজনী 2: কর্মসম্পাদন সূচকসমূহ, বাস্তবায়নকারী দপ্তর/সংস্থাসমূহ এবং পরিমাপ পদ্ধতি |
17 |
08 |
সংযোজনী 3: কর্মসম্পাদন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের উপর নির্ভরশীলতা |
18 |
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, লক্ষ্মীপুর এর
কর্মসম্পাদনের সার্বিক চিত্র
(Overview of the Performance of Comilla Commissionerate)
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ, লক্ষ্মীপুর এর প্রধান কার্যাবলি হচ্ছে পরোক্ষ কর আরোপ, কর আহরণ এবং এতদসংক্রান্ত আইন, বিধি-বিধান এর যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন। ২০১৫-২০১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে মোট লক্ষ্যমাত্রা ২৪.৩০ কোটি টাকা ও ৩২.৬১ কোটি টাকা: যার বিপরীতে আদায়কৃত রাজস্বের পরিমাণ যথাক্রমে ২৪.৩৪ কোটি টাকা ও ৩১.৮৫ কোটি টাকা। এ বিভাগে ২০১৭-১৮ অর্থবছরের লক্ষ্যমাত্রা ৪৩.৬৮ কোটি টাকা; যার বিপরীতে আদায়কৃত রাজস্বের পরিমাণ ৩৯.৭৩ কোটি টাকা। এ কমিশনারেট জাতীয় রাজস্ব বোর্ডের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) ও বাজেট বাস্তবায়ন পরিকল্পনা (BIP), Strategic Action Plan (SAP), উত্তম চর্চা (Best Practices), আধুনিক ব্যবস্থাপনা কাঠামো (GG, MMF, 5Cs, 5Fs, QQTTT, 5Is I 5Ps ) অনুসরণ, সরকারের ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ বাস্তবায়ন এবং করদাতা বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে এ লক্ষ্যমাত্রা অর্জন/অতিক্রমে দৃঢ় প্রতিজ্ঞ।
সমস্যা এবং চ্যালেঞ্জসমূহঃ
ভবিষ্যৎ পরিকল্পনাঃ
সেকশন ১:
এ দপ্তরের রূপকল্প (Vision), অভিলক্ষ্যে (Mission) কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলিঃ রূপকল্প অভিলক্ষ্য
উপক্রমণিকা (Preamble)
কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা
এবং
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, লক্ষ্মীপুর এর মধ্যে
২০১৮ সালের আগষ্ট মাসের ১৬ তারিখে
এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হলো।
এই চুক্তিতে স্বাক্ষরকারী উভয়পক্ষ নিন্মলিখিত বিষয়সমূহে সম্মত হলেন :
সেকশন-২
|
কুমিল্লা কমিশনারেটের রাজস্ব কার্যক্রমের চূড়ান্ত ফলাফল/ প্রভাব (Outcome/Impact) |
চূড়ান্ত ফলাফল/প্রভাব (Outcome/Impact) |
কর্মসম্পাদন সূচকসমূহ (Performance Indicators) |
একক (Unit) |
ভিত্তিবছর ২০১৬-১৭ |
২০১৭-১৮ |
লক্ষমাত্রা ২০১৮-১৯ |
প্রক্ষেপণ (Projection) |
নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে যৌথভাবে দায়িত্ব প্রাপ্ত মন্ত্রণালয়/ বিভাগ/ সংস্থাসমূহের নাম |
উপাত্তসূত্র (source’s of data) |
|
---|---|---|---|---|---|---|---|---|---|
২০১৮-১৯ |
২০২০-২১ |
||||||||
রাজস্ব আহরণ |
কর জিডিপির অনুপাত বৃদ্ধি |
শতকরা হার |
১০.৮ |
১২.১৫ |
১৪.৩৫ |
১৪.৩৫ |
১৬.৫৫ |
|
মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি ২০১১-১২থেকে ২০১৬-১৭, অর্থ বিভাগ |
আমি, বিভাগীয় কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, লক্ষ্মীপুর হিসেবে কমিশনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা এর নিকট অঙ্গীকার করছি যে, এই চুক্তিতে বর্ণিত ফলাফল অর্জনে সচেষ্ট থাকব।
আমি, কমিশনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা হিসেবে কমিশনার, বিভাগীয় কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, লক্ষ্মীপুর এর নিকট অঙ্গীকার করছি যে, এই চুক্তিতে বর্ণিত ফলাফল অর্জনে সংশ্লিষ্ট দপ্তরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।
স্বাক্ষরিতঃ
---------------------- বিভাগীয় কর্মকর্তা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, লক্ষ্মীপুর
|
------------------- তারিখ
|
---------------------- কমিশনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা
|
-------------------- তারিখ
|
সংযোজনী-১
শব্দ সংক্ষেপ (Acronyms)
মূসক - মূল্য সংযোজন কর
ADR - Alternative Dispute Resolution
VAT - Value Added Tax
e-TIN - electronic Taxpayers’ Identification Number
e-Filing - electronic Filing
e-Payment - electronic Payment
ASYCUDA - Automated System for Custom Data
ই-টিআইএন (e-TIN)- ইলেকট্রেনিক ট্যাক্সপেয়ারস আইডেন্টিফিকেশন নাম্বর
ভ্যাট - ভ্যালু এ্যাডেড ট্যাক্স
ই-পেমেন্ট - ইলেকট্রনিক পেমেন্ট
ই-ফাইলিং - ইলেকট্রনিক ফাইলিং
এ্যাসাইকুডা - অটোমেটেড সিস্টেম ফর কাস্টম ডাটা
সংযোজনী-২:
কর্মসম্পাদন সূচকসমূহ, বাস্তবায়নকারী দপ্তর এবং পরিমাপ পদ্ধতির বিবরণ:
ক্রমিক নম্বর |
কর্মসম্পাদন সূচকসমূহ |
বিবরণ |
বাস্তবায়নকারী দপ্তর |
পরিমাপ পদ্ধতি এবং উপাত্তসূহ |
সাধারণ মন্তব্য |
---|---|---|---|---|---|
১. |
আদায়কৃত রাজস্বের পরিমাণ |
২০১৫-১৬ অর্থ বছরে বাজেটে নির্ধারিত রাজস্ব আদায়। এ লক্ষ্যে বাজেট বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সে মোতাবেক কার্যক্রম চলছে। |
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা এবং এর অধিক্ষেত্রাধীন বিভাগীয় দপ্তরসমূহ |
কোটি টাকায়
|
|
২. |
নির্ধারিত মাঠ পর্যায়ের অফিস পরিদর্শণ ও প্রতিবেদন দাখিল |
মাঠ পর্যায়ের অফিসসূহের মামলা নিস্পত্তির গুনগত মান পর্যালোচনা ও কর ফাঁকি রোধে যথাযথ নির্দেশ ও পরিপালন প্রতিবেদনে ত্রুটিসমূহ বিশ্লেষণপূর্বক আইনানুক কার্যক্রম গ্রহণ জোরদারকরণ |
সংখ্যা |
|
|
৩. |
অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান কার্যক্রম ও মামলার সূচনা |
অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আহরিত তথ্য পরীক্ষা-নিরীক্ষাপূর্বক আইনের প্রয়োগ করে ফাঁকি/গোপনকৃত আয় পুনরুদ্ধার করা |
ঐ |
সংখ্যা |
|
৪. |
বড় মামলা নিষ্পত্তি |
রাজস্ব সম্ভাবনাময় বড় মামলাসমূহ দ্রুত নিস্পত্তি ও দাবীকৃত রাজস্ব দ্রুত আদায়ের জন্য তদারকী জোরদারকরণ |
ঐ |
সংখ্যা |
|
৫. |
বিরোধ নিষ্পত্তি |
করদাতাদের উদ্ভুত বিরোধসমূহ দ্রুত নিস্পত্তির নিমিত্তে আপিলের পরিবর্তে বিকল্প বিরোধ নিস্পত্তি ব্যবস্থা গ্রহণে করদাতাগণকে উদ্বুদ্ধকরণ |
ঐ |
সংখ্যা |
|
৬. |
বকেয়া কর আদায় |
বকেয়া কর আদায়ের জন্য জরিমানা, ব্যাংক হিসাব জব্দ ও সার্টিফিকেট মামলাসহ আইনানুগ কার্যক্রম গ্রহণ ও তদারকি জোরদারকরণ |
ঐ |
টাকা |
|
৭. |
অডিটের মাধ্যমে মামলা |
পোষ্ট ক্লিয়ারেন্স অডিট এর মাধ্যমে মামলা |
ঐ |
সংখ্যা |
|
৮. |
রিটার্ণ পরীক্ষা |
করদাতা কর্তৃক দাখিলকৃত রির্টাণসমূহ পরীক্ষাপূর্বক ত্রুটিপূর্ণ রিটার্ণ বাছাই করে ডেস্ক অডিট ও প্রযোজ্য ক্ষেত্রে ফিল্ড অডিটসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম গ্রহণ জোরদারকরণ |
ঐ |
পরীক্ষার শতকরা হার |
|
৯. |
নতুন করদাতা বৃদ্দিকরণ |
জরিপের মাধ্যমে তথা আন্ত:প্রতিষ্ঠানসমূহ হইতে তথ্য সংগ্রহপূর্বক নতুন করাদাতাদের কর নেটের আওতায় জোরদারকরণ |
ঐ |
বৃদ্ধির সংখ্যা |
|
১০. |
বিজ্ঞাপন ও অনুষ্ঠান প্রচার |
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিজ্ঞাপন ও অনুষ্ঠান প্রচার |
ঐ |
সংখ্যা |
|
১১. |
যোগাযোগ ও সভা অনুষ্ঠান |
করদাতাগণকে প্রচলিত আইনে তাদের অধিকার ও বাধ্যবাধকতা সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার নিমিত্ত যোগাযোগ স্থাপন ও সভা-সমাবেশ অনুষ্ঠান |
ঐ |
সংখ্যা |
|
১২. |
সেবা গ্রহণকারীর সংখ্যা |
সেবা কেন্দ্রের মাধ্যমে করদাতা সেবা বৃদ্ধিকরণ ও কর প্রদান উৎসাহ প্রদান; |
ঐ |
সংখ্যা |
|
১৩. |
পুরস্কার প্রদান |
পুরষ্কার প্রদানের মাধমে করদাতাকে কর প্রদানে উৎসাহ ও সামাজিকভাবে স্বীকৃতি প্রদান; |
ঐ |
সংখ্যা |
|
১৪. |
অনলাইনে মূসক রেজিষ্ট্রিশনের প্রস্ত্ততি |
অনলাইনে মূসক রেজিষ্ট্রিশনের প্রস্ত্ততি সহজীকরণ, যাতে অনলাইনে করদাতা সহজে মূসক রেজিষ্ট্রিশন করতে পারেন |
ভ্যাট অনলাইন প্রকল্প |
৩১-১২-২০১৫ |
|
১৫. |
অনলাইনে মূসক রিটার্ণ দাখিলের প্রস্ত্ততি |
করদাতা যাতে সহজে অনলাইনে মূসক রিটার্ণ দাখিল করতে পারেন, সে ব্যবস্থা গ্রহণ |
ভ্যাট অনলাইন প্রকল্প |
৩০-৬-২০১৬ |
|
১৬. |
ই-পেমেন্টের মাধ্যমে রাজস্ব আদায় |
করদাতা সহজেই ডেভিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে এ পদ্ধতির আওতায় কর পরিশোধ করতে পারেন। |
ঐ |
সংখ্যা |
|
১৭. |
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিজ্ঞাপন প্রচার |
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে জনসাধারণকে সঞ্চয়ে উদ্ভূতকরণ |
ঐ |
সংখ্যা |
|
সংযোজনী ৩: অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের ........... নিকট প্রত্যাশিত সুনির্দিষ্ট কর্মসম্পাদন সহায়তাসমূহ
প্রতিষ্ঠানের ধরণ |
প্রতিষ্ঠানের নাম |
সংশ্লিষ্ট কর্মসম্পাদন সূচক |
উক্ত প্রতিষ্ঠানের নিকট সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের প্রত্যাশিত সহায়তা |
প্রত্যাশার যৌক্তিকতা |
উক্ত প্রতিষ্ঠানের নিকট প্রত্যাশার মাত্রা উল্লেখ করুন |
প্রত্যাশা পূরণ না হলে সম্ভাব্য প্রভাব |
---|---|---|---|---|---|---|
সাংবিধানিক প্রতিষ্ঠান |
এটর্নী জেনারেলের দপ্তর |
মামলা নিষ্পত্তি |
দ্রুততম নিষ্পত্তি |
সরকারের প্রাপ্য রাজস্ব আদায় নিশ্চিত করা |
৩০% |
রাজস্ব ক্ষতি ও আইন প্রয়োগে জটিলতা |
স্বায়ত্বশাসিত |
বাংলাদেশ ব্যাংক |
অভিযোগ গোয়েন্দা তথ্যের অনুসন্ধান কাযক্রম ও মামলার সূচনা |
চাহিত তথ্যের দ্রুত প্রাপ্তি |
কর ফাকি উদঘাটন |
৩৫% |
রাজস্ব ক্ষতি ও আইন প্রয়োগে জটিলতা |
সরকারি |
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর |
রাজস্ব প্রদর্শিত আয়ের সাথে ট্রেজারীর হিসাবের সমন্বয় সাধন |
চাহিত তথ্য দ্রুত প্রাপ্তি |
রাজস্ব আদায়ের প্রকৃত তথ্য উদঘাটন |
৩০% |
রাজস্ব আদায়ের সঠিক চিত্র পাওয়া যাবে না। |
সরকারি প্রতিষ্ঠান
|
বাণিজ্য মন্ত্রণালয় |
সংশিস্নষ্ট মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক চাহিত কর সংক্রান্ত তথ্যবলী যথাসময়ে প্রেরণ |
সিআইপি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ |
সিআইপি নির্বাচন |
প্রেরিত আয়কর ছাড়পত্র আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ |
আবেদনকারীর নিকট হতে কর আদায় বিলম্বিত হবে |
বাণিজ্য মন্ত্রণালয় |
আমদানি/রপ্তানি নীতি আদেশ সংক্রান্ত ব্যাখ্যা; আইপি/সিপি বিষয়ক আবেদনের দ্রততম নিষ্পত্তি |
দ্রুত নিষ্পত্তি |
দ্রুত পণ্যের খালাসের মাধ্যমে বাণিজ্যে সহায়তা প্রদান |
উচ্চ |
ব্যবসায়ীদের ক্ষতি ও ফলশ্রুতিতে কাংখিত রাজস্ব প্রাপ্তি না হওয়া |
|
সিসিআইএন্ড ই |
সঠিক আইআরসি/ ইআরসি ইস্যু করা |
পেশাদারিত্ব |
দ্রুত পণ্যের খালাসের মাধ্যমে বাণিজ্যে সহায়তা প্রদান |
উচ্চ |
ব্যবসায়ীদের ক্ষতি ও ফলশ্রুতিতে কাংখিত রাজস্ব প্রাপ্তি না হওয়া |
|
রপ্তানি উন্নয়ন ব্যুরো
|
কান্ট্রি অব অরিজিন/জিএসপি সনদ ইস্যু |
পেশাদারিত্ব |
দ্রুত পণ্যের খালাসের মাধ্যমে বাণিজ্যে সহায়তা প্রদান |
উচ্চ |
ব্যবসায়ীদের ক্ষতি ও ফলশ্রুতিতে কাংখিত রাজস্ব প্রাপ্তি না হওয়া |
|
সিআইপি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ |
পেশাদারিত্ব |
সিআইপি নির্বাচন |
প্রেরিত আয়কর ছাড়পত্র আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ |
আবেদনকারীর নিকট হতে কর আদায় বিলম্বিত হবে |
||
আইন মন্ত্রণালয় (লেজিসলেটিভ বিভাগ) |
আইন, বিধি ও প্রজ্ঞাপনের ভেটিং |
জাতীয় রাজস্ব বোর্ড হতে প্রেরিত আইন ও এস.আর.ও সমূহের ভেটিং দ্রম্নত সম্পন্নকরণ |
আইন প্রণয়ন ও বাসত্মবায়নে জাতীয় রাজস্ব বোর্ডকে সহায়তা |
উচ্চ |
আইন প্রণয়নে দীর্ঘসূত্রিতা/দেরি |
|
শিল্প মন্ত্রণালয় |
|
সিআইপি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ |
সিআইপি নির্বাচন |
প্রেরিত আয়কর ছাড়পত্র আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ |
আবেদনকারীর নিকট হতে কর আদায় বিলম্বিত হবে |
|
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় |
|
বিদেশী শিল্পীর তথ্য সংগ্রহ এবং ধারা ৫৬ অনুযায়ি যথাযথ কর প্রদান নিশ্চিত করণ। |
বাংলাদেশে আগত অনিবাসী শিল্পীদের নিকট হতে কর সংগ্রহ |
প্রেরিত আয়কর ছাড়পত্র আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ |
আবেদনকারীর নিকট হতে কর আদায় বিলম্বিত হবে |
|
বিনিয়োগ বোর্ড |
|
বিদেশী প্রকর্মীর কর্মানুমতি, লিয়াজো অফিস, ব্রাঞ্চ অফিসসহ বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত যে কোন বিদেশী কোম্পানীর কর সংক্রান্ত তথ্য |
বকেয়া কর আদায় |
প্রেরিত আয়কর ছাড়পত্র আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ |
আবেদনকারীর নিকট হতে কর আদায় বিলম্বিত হবে |
|
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় |
|
সিআইপি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ |
সিআইপি নির্বাচন |
প্রেরিত আয়কর ছাড়পত্র আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ |
আবেদনকারীর নিকট হতে কর আদায় বিলম্বিত হবে |
|
স্বরাষ্ট্র মন্ত্রণালয় |
|
আগ্নেয়াস্ত্র অনুমতি প্রদানের জন্য কর সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ |
আগ্নেয়াস্ত্রের অনুমতি প্রদান |
প্রেরিত আয়কর ছাড়পত্র আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ |
আবেদনকারীর নিকট হতে কর আদায় বিলম্বিত হবে |
|
রাজউক |
|
প্লট/ফ্লাট বরাদ্দ প্রদানের জন্য কর সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ |
প্লট/ফ্লাট বরাদ্দ প্রদান |
প্রেরিত আয়কর ছাড়পত্র আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ |
আবেদনকারীর নিকট হতে কর আদায় বিলম্বিত হবে |
|
দুদক |
|
সরকারি কর্মকর্তা/কর্মচারিসহ যে কোন ব্যক্তি/ প্রতিষ্ঠানের কর সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ |
সরকারি কর্মকর্তা/কর্মচারিসহ যে কোন ব্যক্তি/প্রতিষ্ঠানের কর ফাঁকি উদ্ঘাটন |
প্রেরিত আয়কর সংক্রান্ত তথ্যাদি আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ |
সংশিস্নষ্ট করদাতার সঠিক কর নির্ধারণ বিঘ্নিত হবে |
|
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ |
আমদানি/রপ্তানি পণ্যের সঠিক সুরক্ষা ও অবৈধ খালাস রোধ |
পেশাদারিত্ব |
সরকারের প্রাপ্য রাজস্ব সুরক্ষা |
উচ্চ |
রাজস্ব ক্ষতি ও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি |
|
নৌপরিবহন মন্ত্রণালয় |
আমদানি/রপ্তানি পণ্যের সঠিক সুরক্ষা ও অবৈধ খালাস রোধ |
পেশাদারিত্ব |
সরকারের প্রাপ্য রাজস্ব সুরক্ষা |
উচ্চ |
রাজস্ব ক্ষতি ও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি |
|
সংবিধিবদ্ধ ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান |
বিএসটিআই, কৃষি (সংগনিরোধ) অধিদপ্তর, আনবিক শক্তি কমিশন, ঔষধ প্রশাসন, বিষ্ফোরক অধিদপ্তর, আইন প্রয়োগকারী সংস্থা, নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি, জেলা প্রশাসন, বিজিএমইএ, চেম্বার ইত্যাদি |
সনদপত্র ইস্যু করা |
দ্রম্নত নিষ্পত্তি ও পেশাদারিত্ব |
সরকারের প্রাপ্য রাজস্ব সুরক্ষা ও আমদানি-রপ্তানি নীতির বাস্তবায়ন |
উচ্চ |
পণ্যের দ্রততম খালাস বাধাগ্রস্থ হবে |
বিভিন্ন বিধিবদ্ধ/ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ |
ব্যবসায়িক চেম্বারসমূহ |
(১) বাজেট প্রণয়নে উপদেশ গ্রহণ, (২) বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) লক্ষ্যে সহায়তা |
(১) বাজেট প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও ভাল বাজেট প্রস্তাব প্রদান, (২) দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলাসমূহের নিষ্পত্তিতে সহায়তা |
(১) মূল্য সংযোজন কর সংক্রান্ত ভাল বাজেট প্রণয়ন, (২) দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তি ও রাজস্ব আদায় বৃদ্ধি |
প্রযোজ্য নয় |
(১) ব্যবসা বান্ধব বাজেট প্রণয়ন কঠিন, (২) মামলা অনিষ্পন্ন থাকবে এবং রাজস্ব আদায়ে ঋণাত্নক প্রভাব পড়বে |