Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বার্ষিক কার্যসম্পাদন চুক্তিপত্র
বিস্তারিত

 

 

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 

 

 

 

 

 

কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা

এবং

বিভাগীয় কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, লক্ষ্মীপুর এর মধ্যে স্বাক্ষরিত

 

 

 

 

 

 

 

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA)

 

জুলাই ১, ২০১৮ - জুন ৩০, ২০১৯

 

সূচীপত্র

 

 

ক্রমিক নম্বর

বিবরণ

 

01

লক্ষ্মীপুর বিভাগের কর্মসম্পাদনের সার্বিক চিত্র

03

02

প্রস্তাবনা

04

03

সেকশন ১:  লক্ষ্মীপুর বিভাগের রূপকল্প (Vision), অভিলক্ষ্য  

(Mission) কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলি (Outcome/Impact)

05

04

সেকশন ২: জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন কার্যক্রমের চূড়ান্ত ফলাফল/প্রভাব (Outcome/Impact)

09

05

সেকশন ৩: কৌশলগত উদ্দেশ্য, অগ্রাধিকার, কার্যক্রম, কর্মসম্পাদন সূচক এবং লক্ষ্যমাত্রা  সমূহ (Outcome/Impact)

10

06

সংযোজনী ১: শব্দসংক্ষেপ (Acronyms)

16

07

সংযোজনী 2: কর্মসম্পাদন সূচকসমূহ, বাস্তবায়নকারী দপ্তর/সংস্থাসমূহ এবং পরিমাপ পদ্ধতি

17

08

সংযোজনী 3: কর্মসম্পাদন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের উপর নির্ভরশীলতা

18

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, লক্ষ্মীপুর এর

 কর্মসম্পাদনের সার্বিক চিত্র

(Overview of the Performance of Comilla Commissionerate)

 

 

 

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ, লক্ষ্মীপুর এর প্রধান কার্যাবলি হচ্ছে পরোক্ষ কর আরোপ, কর আহরণ এবং এতদসংক্রান্ত আইন, বিধি-বিধান এর যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন। ২০১৫-২০১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে মোট লক্ষ্যমাত্রা ২৪.৩০ কোটি টাকা ও ৩২.৬১ কোটি টাকা: যার বিপরীতে আদায়কৃত রাজস্বের পরিমাণ যথাক্রমে ২৪.৩৪ কোটি টাকা ও ৩১.৮৫ কোটি টাকা। এ বিভাগে ২০১৭-১৮ অর্থবছরের লক্ষ্যমাত্রা ৪৩.৬৮ কোটি টাকা; যার বিপরীতে আদায়কৃত রাজস্বের পরিমাণ ৩৯.৭৩ কোটি টাকা। এ কমিশনারেট জাতীয় রাজস্ব বোর্ডের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) ও বাজেট বাস্তবায়ন পরিকল্পনা (BIP), Strategic Action Plan (SAP), উত্তম চর্চা (Best Practices), আধুনিক ব্যবস্থাপনা কাঠামো (GG, MMF, 5Cs, 5Fs, QQTTT, 5Is I 5Ps ) অনুসরণ,  সরকারের ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ বাস্তবায়ন এবং করদাতা বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে এ লক্ষ্যমাত্রা অর্জন/অতিক্রমে দৃঢ় প্রতিজ্ঞ।

 

 

সমস্যা এবং চ্যালেঞ্জসমূহঃ

 

  1. সঠিক মূসক নির্ধারণ, উঁচু লক্ষ্যমাত্রার রাজস্ব আহরণ, মূসক ফাঁকি রোধ, মূসকের আওতা সম্প্রসারণ, নিরীক্ষা ও পরিদর্শন, বকেয়া আদায়, বিচারাধীন মামলা দ্রত নিষ্পত্তিকরণ (ADR), প্রশিক্ষিত জনবল স্বল্পতা, যানবাহনের অপ্রতুলতা, ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ী পর্যায়ে আদায় ও বিস্তৃত অধিক্ষেত্র।

 

 

ভবিষ্যৎ পরিকল্পনাঃ

 

  1. ভবিষ্যতে জাতীয় রাজস্ব আদায় বৃদ্ধির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক্রমে প্রয়োজনে মূসক অনলাইন ব্যবস্থা চালু, তথ্য প্রযুক্তি (আইসিটি) অবকাঠামো বিনির্মাণ ও অটোমেশন কার্যক্রমসমূহ জোরদারকরণ, মূল্য সংযোজন করের (মূসক) আওতা সম্প্রসারণ, মূসক ফাঁকি রোধ এবং আইন ও মূসক প্রদান পদ্ধতি সহজীকরণ;  মূসক বিষয়ক শিক্ষা, বিজ্ঞাপন এবং করদাতা সেবা, উচ্চ আদালতের বিচারাধীন মামলাসমূহ নিষ্পত্তি (বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিকে প্রাধান্য দিয়ে) জড়িত রাজস্ব আদায় এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা/কর্মচারীদের কর্মক্ষমতা বৃদ্ধি করে রাজস্ব আদায় জোরদার করার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

 

 

সেকশন ১:

 

এ দপ্তরের রূপকল্প (Vision), অভিলক্ষ্যে (Mission) কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলিঃ রূপকল্প অভিলক্ষ্য

 

  1.  রূপকল্প (Vision): তথ্য প্রযুক্তি নির্ভর, রাজস্ব আহরণে সুদক্ষ, সপ্রতিভ ও সেবা পরায়ণ একটি দপ্তর প্রতিষ্ঠার মাধ্যমে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন।

 

  1. অভিলক্ষ্য (Mission):  দ্রুত কার্য নিষ্পত্তি, আইন ও বিধান সম্পর্কে স্টেকহোল্ডারদের অবহিত করণ, কর্মকর্তা/কর্মচারীদের যথাযথ প্রশিক্ষণ প্রদান, তথ্য ও দলিলাদি সংরক্ষণ ও বিতরণ, আইন বিধানের সঠিক প্রয়োগ, কায়িক ও পদ্ধতিগত সংস্কার সাধন, দাপ্তরিক কাজে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করণ, কর প্রদান সংস্কৃতির বিকাশ, রাজস্ব কার্যক্রমে অংশীদারিত্ব প্রতিষ্ঠা।

 

  1. কৌশলগত উদ্দেশ্যসমূহ  রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে কার্যক্রম জোরদারকরণ, করবান্ধব পরিবেশ সৃষ্টি, কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, বকেয়া আদায়, করদাতা উদ্বুদ্ধকরণ কর্মসূচী, রাজস্ব সংরক্ষণ, সুশাসন প্রতিষ্ঠা, ডিজিটাল পরিবেশ সৃষ্টি এবং অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা।

 

  1. কার্যাবলিঃ

 

 

  1. রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনঃ

 

  • রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় কার্যক্রম মনিটরিং
  • বাজেটে গৃহীত মূসক ব্যবস্থা অনুযায়ী মূসক আদায়
  • নতুন ভাবে মূসকে অন্তর্ভুক্ত পণ্য ও সেবার নিবন্ধন ও মূসক আদায়
  • গুরুত্বপূর্ণ খাত ও প্রতিষ্ঠান চিহ্নিতকরণ ও আদায় বৃদ্ধি
  • ঝুঁকিপূর্ণ পণ্য ও প্রতিষ্ঠান চিহ্নিতকরণ ও ব্যবস্থা গ্রহণ
  • জরিপের মাধ্যমে মূসকের আওতা বৃদ্ধি
  • উৎসে মূসক আদায়ে নিবিড় মনিটরিং
  • নিবারক তৎপরতা বৃদ্ধি

 

 

 

 

  1. করবান্ধব পরিবেশ সৃষ্টিঃ

 

  • করদাতাদের সাথে নিয়মিত সভা আহবান
  • দ্রুত সেবা প্রদান
  • সেবার মান উন্নয়ন
  • বিধি ও পদ্ধতিগত সহজীকরণ
  • আইন ও বিধান স্টেকহোল্ডারদের অবহিতকরণ
  • মূসক সম্পর্কিত প্রচার প্রচারণা

 

  1. কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিঃ

 

  • ইনহাউস ট্রেনিং
  • মোটিভেশন সেশন করা
  • কার্যক্রম কঠোরভাবে মনিটরিং করা
  • দায়িত্ব সুনির্দিষ্টকরণ
  • কম্পিউটার প্রশিক্ষণ
  • ইন্টারনেট ব্যবহারে বাধ্য করা
  • সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার

 

  1. বকেয়া আদায়ঃ

 

  •  বকেয়া তালিকা নিয়মিত হালনাগাদ করা
  •  মামলাসমূহ  নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা
  •  ADR এর মাধ্যমে মামলা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা
  •  সরকারী সংস্থার বকেয়া আদায়ে মনোনিবেশ
  •  আইন ও বিধানের কঠোর প্রয়োগ

 

  1. করদাতা উদ্বুদ্ধকরণ কর্মসূচীঃ

 

  •  নিয়মিত সভা, সেমিনার ও ওয়ার্কসপ এর আয়োজন
  •  মূসকের গুরুত্বপূর্ণ বিষয়ে (ADR, প্যাকেজ ভ্যাট, উৎসে কর্তন, ইট ভাটা) প্রচার
  •  ব্যবসায়ী সমিতির সাথে সম্পর্ক উন্নয়ন ও মতবিনিময় সভা করা
  •  আইন ও বিধানে প্রদত্ত সুবিধা সম্পর্কে ব্যবসায়ীগণকে অবহিতকরণ
  • “উন্নয়নের জন্য মূসক” এ ধারণা করদাতাদের মনে বর্তানো

 

  1. রাজস্ব সংরক্ষণঃ

 

  •  দাখিলপত্র পরীক্ষা
  •  মূল্য ঘোষণা পূণঃযাচাই
  •  নিরীক্ষা কার্যক্রম পরিচালনা
  •  নিবারক কার্যক্রম পরিচালনা
  •  অডিট আপত্তি নিষ্পত্তি
  • সঠিক টার্ন ওভার নির্ধারণ

 

  1. সুশাসন প্রতিষ্ঠাঃ

 

  •  সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিতকরণ
  •  শৃঙ্খলা প্রতিষ্ঠা
  •  আধুনিক ব্যবস্থাপনা কাঠামো অনুসরণ
  •  অধীনস্থ অফিসসমূহ নিয়মিত পরিদর্শন
  • পুরস্কার ও তিরস্কার এর ব্যবস্থা
  • স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা
  •  যথাযথ হিসাব কোডে রাজস্ব জমা প্রদান এবং প্রমাণপত্র  সরবরাহ

 

  1. ডিজিটাল পরিবেশ সৃষ্টিঃ

 

  •  ওয়েবসাইট হালনাগাদ রাখা
  • সকল দপ্তর ই-মেইলের আওতায় আনা
  • গ্রুপ-ই মেইল  ব্যবহার নিশ্চিত করা
  • কমিশনারেটের ফেসবুক পেজ ব্যবহার
  • ডিজিটাল যোগাযোগকে প্রাধান্য দেওয়া
  • কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী সংগ্রহ, বিতরণ ও সংস্থাপন
  • রাজস্ব ও অন্যান্য তথ্যাদি কম্পিউটারে ধারণ
  • ব্যবসায়ী পর্যায়ে ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার (ECR)/ POS ব্যবহারের জন্য উদ্যোগ গ্রহণ

 

  1. অংশীদারিত্ব প্রতিষ্ঠাঃ

 

  •   আয়কর বিভাগের সাথে তথ্য বিনিময় ও সমন্বিত নিরীক্ষা কার্যক্রম
  •  যৌথ জরিপ কার্যক্রম পরিচালনা
  •  বণিক সমিতির সাথে একযোগে কাজ করা
  •  জেলা প্রশাসনসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর (বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার) সাথে সমন্বিত কার্যক্রম গ্রহণ করা
  • সমাজের সকল পর্যায়ের জনগণকে রাজস্ব আহরণ কাজে সম্পৃক্ত করা

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উপক্রমণিকা (Preamble)

 

 

 

 

 

কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা 

 

এবং

 

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, লক্ষ্মীপুর এর মধ্যে

২০১৮ সালের আগষ্ট মাসের ১৬ তারিখে

এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হলো।

 

 

এই চুক্তিতে স্বাক্ষরকারী উভয়পক্ষ নিন্মলিখিত বিষয়সমূহে সম্মত হলেন :

 

 

সেকশন-২

 

 

কুমিল্লা কমিশনারেটের রাজস্ব কার্যক্রমের চূড়ান্ত ফলাফল/ প্রভাব (Outcome/Impact)

 

 

 

 

 

চূড়ান্ত ফলাফল/প্রভাব (Outcome/Impact)

কর্মসম্পাদন সূচকসমূহ (Performance Indicators)

একক (Unit)

ভিত্তিবছর ২০১৬-১৭

২০১-১

লক্ষমাত্রা

২০১-১

প্রক্ষেপণ (Projection)

নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে যৌথভাবে দায়িত্ব প্রাপ্ত মন্ত্রণালয়/ বিভাগ/ সংস্থাসমূহের নাম

উপাত্তসূত্র (source’s of data)

২০১-১

২০২০-২১

 

রাজস্ব আহরণ

কর জিডিপির অনুপাত বৃদ্ধি

শতকরা হার

১০.৮

১২.১৫

১৪.৩৫

১৪.৩৫

১৬.৫৫

 

মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি ২০১১-১২থেকে ২০১৬-১৭, অর্থ বিভাগ

 

আমি, বিভাগীয় কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, লক্ষ্মীপুর হিসেবে কমিশনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা এর নিকট অঙ্গীকার করছি যে, এই চুক্তিতে বর্ণিত ফলাফল অর্জনে সচেষ্ট থাকব।

 

আমি, কমিশনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা হিসেবে কমিশনার, বিভাগীয় কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, লক্ষ্মীপুর এর নিকট অঙ্গীকার করছি যে, এই চুক্তিতে বর্ণিত ফলাফল অর্জনে সংশ্লিষ্ট দপ্তরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।

 

 

 

 

 

স্বাক্ষরিতঃ

 

 

 

----------------------

বিভাগীয় কর্মকর্তা

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, লক্ষ্মীপুর

 

 

                                

                            -------------------

                                 তারিখ

 

----------------------

কমিশনার

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা

 

                                   --------------------

                                  তারিখ

 

 

সংযোজনী-১

 

 

শব্দ সংক্ষেপ (Acronyms)

 

 

 

মূসক              -    মূল্য সংযোজন কর

ADR         -    Alternative Dispute Resolution

VAT         -    Value Added Tax

e-TIN                - electronic Taxpayers’  Identification   Number

e-Filing      -    electronic Filing

e-Payment   -    electronic Payment

ASYCUDA    -    Automated System for Custom Data

 

ই-টিআইএন (e-TIN)-  ইলেকট্রেনিক ট্যাক্সপেয়ারস আইডেন্টিফিকেশন নাম্বর

ভ্যাট          -    ভ্যালু এ্যাডেড ট্যাক্স

ই-পেমেন্ট       -    ইলেকট্রনিক  পেমেন্ট

ই-ফাইলিং      -    ইলেকট্রনিক ফাইলিং

এ্যাসাইকুডা     -    অটোমেটেড সিস্টেম ফর কাস্টম  ডাটা

 

সংযোজনী-২:

কর্মসম্পাদন সূচকসমূহ, বাস্তবায়নকারী দপ্তর এবং পরিমাপ পদ্ধতির বিবরণ:

ক্রমিক নম্বর

কর্মসম্পাদন সূচকসমূহ

বিবরণ

বাস্তবায়নকারী দপ্তর

পরিমাপ পদ্ধতি

এবং উপাত্তসূহ

সাধারণ মন্তব্য

১.

আদায়কৃত রাজস্বের পরিমাণ

২০১৫-১৬ অর্থ বছরে  বাজেটে নির্ধারিত রাজস্ব আদায়। এ লক্ষ্যে বাজেট বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সে মোতাবেক কার্যক্রম চলছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা এবং এর অধিক্ষেত্রাধীন বিভাগীয় দপ্তরসমূহ

কোটি টাকায়

 

 

২.

নির্ধারিত মাঠ পর্যায়ের অফিস পরিদর্শণ ও প্রতিবেদন দাখিল

মাঠ পর্যায়ের অফিসসূহের মামলা নিস্পত্তির গুনগত মান পর্যালোচনা ও কর ফাঁকি রোধে যথাযথ নির্দেশ ও পরিপালন প্রতিবেদনে ত্রুটিসমূহ বিশ্লেষণপূর্বক আইনানুক কার্যক্রম গ্রহণ জোরদারকরণ

সংখ্যা

 

৩.

অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান কার্যক্রম ও মামলার সূচনা

অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আহরিত তথ্য পরীক্ষা-নিরীক্ষাপূর্বক আইনের প্রয়োগ করে ফাঁকি/গোপনকৃত আয় পুনরুদ্ধার করা

সংখ্যা

 

৪.

বড় মামলা নিষ্পত্তি

রাজস্ব সম্ভাবনাময় বড় মামলাসমূহ দ্রুত নিস্পত্তি ও দাবীকৃত রাজস্ব দ্রুত আদায়ের জন্য তদারকী জোরদারকরণ

সংখ্যা

 

৫.

বিরোধ নিষ্পত্তি

করদাতাদের উদ্ভুত বিরোধসমূহ দ্রুত নিস্পত্তির নিমিত্তে আপিলের পরিবর্তে বিকল্প বিরোধ নিস্পত্তি ব্যবস্থা গ্রহণে করদাতাগণকে উদ্বুদ্ধকরণ

সংখ্যা

 

৬.

বকেয়া কর আদায়

বকেয়া কর আদায়ের জন্য জরিমানা, ব্যাংক হিসাব জব্দ ও সার্টিফিকেট মামলাসহ আইনানুগ কার্যক্রম গ্রহণ ও তদারকি জোরদারকরণ

টাকা

 

৭.

অডিটের মাধ্যমে মামলা

পোষ্ট ক্লিয়ারেন্স অডিট এর মাধ্যমে মামলা

সংখ্যা

 

৮.

রিটার্ণ পরীক্ষা

করদাতা কর্তৃক দাখিলকৃত রির্টাণসমূহ পরীক্ষাপূর্বক ত্রুটিপূর্ণ রিটার্ণ বাছাই করে ডেস্ক অডিট ও প্রযোজ্য ক্ষেত্রে ফিল্ড অডিটসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম গ্রহণ জোরদারকরণ

পরীক্ষার শতকরা হার

 

৯.

নতুন করদাতা বৃদ্দিকরণ

জরিপের মাধ্যমে তথা আন্ত:প্রতিষ্ঠানসমূহ হইতে তথ্য সংগ্রহপূর্বক নতুন করাদাতাদের কর নেটের আওতায় জোরদারকরণ

বৃদ্ধির সংখ্যা

 

১০.

বিজ্ঞাপন ও অনুষ্ঠান প্রচার

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিজ্ঞাপন ও অনুষ্ঠান প্রচার

সংখ্যা

 

১১.

যোগাযোগ ও সভা অনুষ্ঠান

করদাতাগণকে প্রচলিত আইনে তাদের অধিকার ও বাধ্যবাধকতা সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার নিমিত্ত যোগাযোগ স্থাপন ও সভা-সমাবেশ অনুষ্ঠান

সংখ্যা

 

১২.

সেবা গ্রহণকারীর সংখ্যা

সেবা কেন্দ্রের মাধ্যমে করদাতা সেবা বৃদ্ধিকরণ ও কর প্রদান উৎসাহ প্রদান;

সংখ্যা

 

১৩.

পুরস্কার প্রদান

পুরষ্কার প্রদানের মাধমে করদাতাকে কর প্রদানে উৎসাহ ও সামাজিকভাবে স্বীকৃতি প্রদান;

সংখ্যা

 

১৪.

অনলাইনে মূসক রেজিষ্ট্রিশনের প্রস্ত্ততি

অনলাইনে মূসক রেজিষ্ট্রিশনের প্রস্ত্ততি সহজীকরণ, যাতে অনলাইনে করদাতা সহজে মূসক রেজিষ্ট্রিশন করতে পারেন

ভ্যাট অনলাইন প্রকল্প

৩১-১২-২০১৫

 

১৫.

অনলাইনে মূসক রিটার্ণ দাখিলের প্রস্ত্ততি

করদাতা যাতে সহজে অনলাইনে মূসক রিটার্ণ দাখিল করতে পারেন, সে ব্যবস্থা গ্রহণ

ভ্যাট অনলাইন প্রকল্প

৩০-৬-২০১৬

 

১৬.

ই-পেমেন্টের মাধ্যমে রাজস্ব আদায়

করদাতা সহজেই ডেভিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে এ পদ্ধতির আওতায় কর পরিশোধ করতে পারেন।

সংখ্যা

 

১৭.

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিজ্ঞাপন প্রচার

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে জনসাধারণকে সঞ্চয়ে উদ্ভূতকরণ

সংখ্যা

 

 

সংযোজনী ৩: অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের ........... নিকট প্রত্যাশিত সুনির্দিষ্ট কর্মসম্পাদন সহায়তাসমূহ

 

প্রতিষ্ঠানের ধরণ

প্রতিষ্ঠানের নাম

সংশ্লিষ্ট কর্মসম্পাদন সূচক

উক্ত প্রতিষ্ঠানের নিকট সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের প্রত্যাশিত সহায়তা

প্রত্যাশার যৌক্তিকতা

উক্ত প্রতিষ্ঠানের নিকট প্রত্যাশার মাত্রা উল্লেখ করুন

প্রত্যাশা পূরণ না হলে সম্ভাব্য প্রভাব

সাংবিধানিক  প্রতিষ্ঠান

এটর্নী জেনারেলের দপ্তর

মামলা নিষ্পত্তি

দ্রুততম নিষ্পত্তি

সরকারের প্রাপ্য রাজস্ব আদায় নিশ্চিত করা

৩০%

রাজস্ব ক্ষতি ও আইন প্রয়োগে জটিলতা

স্বায়ত্বশাসিত

বাংলাদেশ ব্যাংক

অভিযোগ গোয়েন্দা তথ্যের অনুসন্ধান কাযক্রম ও মামলার সূচনা

চাহিত তথ্যের দ্রুত প্রাপ্তি

কর ফাকি উদঘাটন

৩৫%

রাজস্ব ক্ষতি ও আইন প্রয়োগে জটিলতা

সরকারি

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর

রাজস্ব প্রদর্শিত আয়ের সাথে ট্রেজারীর হিসাবের সমন্বয় সাধন

চাহিত তথ্য দ্রুত প্রাপ্তি

রাজস্ব আদায়ের প্রকৃত তথ্য উদঘাটন

৩০%

রাজস্ব আদায়ের সঠিক চিত্র পাওয়া যাবে না।

সরকারি প্রতিষ্ঠান

 

 

 

 

 

বাণিজ্য মন্ত্রণালয়

সংশিস্নষ্ট মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক চাহিত কর সংক্রান্ত  তথ্যবলী যথাসময়ে প্রেরণ

সিআইপি সংক্রান্ত  প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ

 সিআইপি নির্বাচন

প্রেরিত আয়কর ছাড়পত্র আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

আবেদনকারীর নিকট হতে কর আদায় বিলম্বিত হবে

বাণিজ্য মন্ত্রণালয়

আমদানি/রপ্তানি নীতি আদেশ সংক্রান্ত  ব্যাখ্যা; আইপি/সিপি বিষয়ক আবেদনের দ্রততম নিষ্পত্তি

দ্রুত নিষ্পত্তি

দ্রুত পণ্যের খালাসের মাধ্যমে বাণিজ্যে সহায়তা প্রদান

উচ্চ

ব্যবসায়ীদের ক্ষতি ও ফলশ্রুতিতে কাংখিত রাজস্ব প্রাপ্তি না হওয়া

সিসিআইএন্ড ই

সঠিক আইআরসি/ ইআরসি ইস্যু করা

পেশাদারিত্ব

দ্রুত পণ্যের খালাসের মাধ্যমে বাণিজ্যে সহায়তা প্রদান

উচ্চ

ব্যবসায়ীদের ক্ষতি ও ফলশ্রুতিতে কাংখিত রাজস্ব প্রাপ্তি না হওয়া

রপ্তানি উন্নয়ন ব্যুরো

 

কান্ট্রি অব অরিজিন/জিএসপি সনদ ইস্যু

পেশাদারিত্ব

দ্রুত পণ্যের খালাসের মাধ্যমে বাণিজ্যে সহায়তা প্রদান

উচ্চ

ব্যবসায়ীদের ক্ষতি ও ফলশ্রুতিতে কাংখিত রাজস্ব প্রাপ্তি না হওয়া

সিআইপি সংক্রান্ত  প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ

পেশাদারিত্ব

সিআইপি নির্বাচন

প্রেরিত আয়কর ছাড়পত্র আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

আবেদনকারীর নিকট হতে কর আদায় বিলম্বিত হবে

আইন মন্ত্রণালয় (লেজিসলেটিভ বিভাগ)

আইন, বিধি ও প্রজ্ঞাপনের ভেটিং

জাতীয় রাজস্ব বোর্ড হতে প্রেরিত আইন ও এস.আর.ও সমূহের ভেটিং দ্রম্নত সম্পন্নকরণ

আইন প্রণয়ন ও বাসত্মবায়নে জাতীয় রাজস্ব বোর্ডকে সহায়তা

উচ্চ

আইন প্রণয়নে দীর্ঘসূত্রিতা/দেরি

শিল্প মন্ত্রণালয়

 

সিআইপি সংক্রান্ত  প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ

সিআইপি নির্বাচন

প্রেরিত আয়কর ছাড়পত্র আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

আবেদনকারীর নিকট হতে কর আদায় বিলম্বিত হবে

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

 

বিদেশী শিল্পীর তথ্য সংগ্রহ এবং ধারা ৫৬ অনুযায়ি যথাযথ কর প্রদান নিশ্চিত করণ।

বাংলাদেশে আগত অনিবাসী শিল্পীদের নিকট হতে কর সংগ্রহ

প্রেরিত আয়কর ছাড়পত্র আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

আবেদনকারীর নিকট হতে কর আদায় বিলম্বিত হবে

বিনিয়োগ বোর্ড

 

বিদেশী প্রকর্মীর কর্মানুমতি, লিয়াজো অফিস, ব্রাঞ্চ অফিসসহ বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত যে কোন বিদেশী কোম্পানীর কর সংক্রান্ত  তথ্য

বকেয়া কর আদায়

প্রেরিত আয়কর ছাড়পত্র আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

আবেদনকারীর নিকট হতে কর আদায় বিলম্বিত হবে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

 

সিআইপি সংক্রান্ত  প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ

সিআইপি নির্বাচন

প্রেরিত আয়কর ছাড়পত্র আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

আবেদনকারীর নিকট হতে কর আদায় বিলম্বিত হবে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

 

আগ্নেয়াস্ত্র অনুমতি প্রদানের জন্য কর সংক্রান্ত  প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ

আগ্নেয়াস্ত্রের অনুমতি প্রদান

প্রেরিত আয়কর ছাড়পত্র আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

আবেদনকারীর নিকট হতে কর আদায় বিলম্বিত হবে

রাজউক

 

প্লট/ফ্লাট বরাদ্দ প্রদানের জন্য কর সংক্রান্ত  প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ

প্লট/ফ্লাট বরাদ্দ প্রদান

প্রেরিত আয়কর ছাড়পত্র আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

আবেদনকারীর নিকট হতে কর আদায় বিলম্বিত হবে

দুদক

 

সরকারি কর্মকর্তা/কর্মচারিসহ যে কোন ব্যক্তি/ প্রতিষ্ঠানের  কর সংক্রান্ত  প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ

সরকারি কর্মকর্তা/কর্মচারিসহ যে কোন ব্যক্তি/প্রতিষ্ঠানের  কর ফাঁকি উদ্ঘাটন

প্রেরিত আয়কর সংক্রান্ত  তথ্যাদি আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

সংশিস্নষ্ট করদাতার সঠিক কর নির্ধারণ বিঘ্নিত হবে

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

আমদানি/রপ্তানি পণ্যের সঠিক সুরক্ষা ও অবৈধ খালাস রোধ

পেশাদারিত্ব

সরকারের প্রাপ্য রাজস্ব সুরক্ষা

উচ্চ

রাজস্ব ক্ষতি ও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি

নৌপরিবহন মন্ত্রণালয়

আমদানি/রপ্তানি পণ্যের সঠিক সুরক্ষা ও অবৈধ খালাস রোধ

পেশাদারিত্ব

সরকারের প্রাপ্য রাজস্ব সুরক্ষা

উচ্চ

রাজস্ব ক্ষতি ও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি

সংবিধিবদ্ধ ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান

বিএসটিআই, কৃষি (সংগনিরোধ) অধিদপ্তর, আনবিক শক্তি কমিশন, ঔষধ প্রশাসন, বিষ্ফোরক অধিদপ্তর, আইন প্রয়োগকারী সংস্থা, নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি, জেলা প্রশাসন, বিজিএমইএ, চেম্বার ইত্যাদি

সনদপত্র ইস্যু করা

দ্রম্নত নিষ্পত্তি ও পেশাদারিত্ব

সরকারের প্রাপ্য রাজস্ব সুরক্ষা ও আমদানি-রপ্তানি নীতির বাস্তবায়ন  

উচ্চ

পণ্যের  দ্রততম খালাস বাধাগ্রস্থ হবে

বিভিন্ন বিধিবদ্ধ/ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

ব্যবসায়িক চেম্বারসমূহ

(১) বাজেট প্রণয়নে উপদেশ গ্রহণ, (২) বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) লক্ষ্যে সহায়তা

(১) বাজেট প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও ভাল বাজেট প্রস্তাব প্রদান, (২) দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলাসমূহের নিষ্পত্তিতে সহায়তা

(১) মূল্য সংযোজন কর সংক্রান্ত  ভাল বাজেট প্রণয়ন, (২) দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তি ও রাজস্ব আদায় বৃদ্ধি

প্রযোজ্য নয়

(১) ব্যবসা বান্ধব বাজেট প্রণয়ন কঠিন, (২) মামলা অনিষ্পন্ন থাকবে এবং রাজস্ব আদায়ে ঋণাত্নক প্রভাব পড়বে

 

 

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/07/2018
আর্কাইভ তারিখ
31/12/2019